বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০০৮
নিউইয়র্ক টাইমস এর মতে ২০০৮ সালের সেরা ১০ গ্রন্থ
নিউইয়র্ক টাইমস তাদের দৃষ্টিতে সেরা ১০টি গ্রন্থের একটি তালিকা প্রকাশ করেছে। তালিকায় ফিকশন ও ননফিকশন দুইটি ক্যাটাগরিতে ৫টি করে গ্রন্থ রাখা হয়েছে। তালিকাটি নিম্নরূপঃ-
FICTION
DANGEROUS LAUGHTER
Thirteen Stories
By Steven Millhauser.
A MERCY
By Toni Morrison.
NETHERLAND
By Joseph O’Neill.
2666
By Roberto Bolaño. Translated by Natasha Wimmer.
UNACCUSTOMED EARTH
By Jhumpa Lahiri.
NONFICTION
THE DARK SIDE
The Inside Story of How the War on Terror Turned Into a War on American Ideals
By Jane Mayer.
THE FOREVER WAR
By Dexter Filkins.
NOTHING TO BE FRIGHTENED OF
By Julian Barnes.
THIS REPUBLIC OF SUFFERING
Death and the American Civil War
By Drew Gilpin Faust.
THE WORLD IS WHAT IT IS
The Authorized Biography of V. S. Naipaul
By Patrick French.
গ্রন্থগুলো ২০০৮ সালের উল্লেখযোগ্য ১০০টি গ্রন্থের এক তালিকা থেকে বাছাই করা হয়েছে। তালিকার দুই একটা গ্রন্থ পড়তে পারলে ভালো লাগতো। কিন্তু পড়া আর হয়ে উঠবে কি? ঢাকা ছাড়া কি আর এসব গ্রন্থ পাওয়া যাবে? আর মূল্য নিশ্চয় সামর্থ্যের চাইতে অনেক অনেক বেশি হবে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
1 টি মন্তব্য:
আপনি ইবুক পড়তে পারেন। আমাদের গরীব মানুষদের ঐটাই তো ভরসা। :D
একটি মন্তব্য পোস্ট করুন