সম্পাদকীয়তে প্রাজ্ঞ সম্পাদক সনৎ কুমার বিশ্বাস বলেছেন:
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এ দেশের সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে এক দিকপাল। তিনি ছিলেন তারুণ্যের প্রতীক। তাই তিনি শিশু-কিশোরদের জন্য রচনা করেছেন অসংখ্য ছড়া ও কবিতা। অন্যায় এবং শোষণের বিরুদ্ধেও নজরুলের লেখনী ছিল ধারালো। তিনি পরাধীনতার বিরুদ্ধেও বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তাঁর অসংখ্য ছড়া, কবিতা, গল্প, নাটকে আমরা সত্য, সুন্দর ও ন্যায়ের দিকনির্দেশনা পেয়েছি। নজরুল সাহিত্যের বিশাল ভাণ্ডার থেকে শিশু-কিশোর উপযোগী বিশেষ সংখ্যাটি প্রকাশ করা হলো।কাজী নজরুলের বিভিন্নরকম শিশুতোষ রচনা দিয়ে নবারুণের এই সংখ্যাটি সাজানো হয়েছে। কোন কোন কবিতার ইতিহাস বা জন্মকথাও জানানো হয়েছে।
সূচী থেকে কিছু উল্লেখ করা ভাল:
- ছোটদের নজরুল জিজ্ঞাসা- হাসান আনোয়ার
- নজরুলের শিশুতোষ রচনা- ম. মীজানুর রহমান
- খুকী ও কাঠবেরালির ইতিহাস- মুজফ্ফর আহমদ
- কিশোরদের জন্য নজরুলের বিজ্ঞান-ভাবনা- নাসরীন মুস্তাফা
- যেভাবে লেখা হলো নজরুলের 'বিদ্রোহী'- মাহবুবুর রহমান তুহিন
- 'লিচু-চোর' কবিতার জন্মকথা- জান্নাতে রোজী
- খেলাপ্রিয় কবি নজরুল- মকবুল মাহফুজ
'খুকী ও কাঠ্বেরালি' কবিতাটি রচনার ইতিহাস বেশ মজার। এই কবিতাটি কবির "ঝিঙেফুল" কাব্যগ্রন্থে স্থান পেয়েছে। এই কবিতাটির রচনা করা হয়েছে কুমিল্লাতে।
একদিন কবি দেখতে পেলের যে শ্রীইন্দ্রকুমার সেনগুপ্তের শিশু কন্যা জটু (শ্রীমতী অঞ্জলি সেন) একা একা এক কাঠবেড়ালির সঙ্গে কথা বলছে। এটা দেখেই কাজী নজরুল 'খুকী ও কাঠ্বেরালি' কবিতাটি লিখে ফেলেন।প্রসঙ্গত উল্লেখ্য যে কাঠবেড়ালিকে কথ্যভাষায় 'কাঠ্বেরালি' উচ্চারণে ডাকা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন