এই পত্রিকার ভাদ্র-কার্তিক ১৪১৪/ সেপ্টেম্বর-অক্টোবর ২০০৭ সংখ্যাটি ছিল একটি বিশেষ সংখ্যা। সম্পূর্ণ রবীন্দ্রনাথকে নিয়ে করা এই সংখ্যাটি সংগ্রহে রাখার মত, বারবার পড়ার মত। রবীন্দ্রনাথের শিশুতোষ রচনা নিয়ে সাজানো এই সংখ্যাটি রবীন্দ্র আগ্রহীদের খুব উপকারে দেবে।
সম্পাদকীয় থেকে উল্লেখ করি:-
রবীন্দ্র সাহিত্যের বিশাল ভাণ্ডার থেকে কিছু লেখা নিয়ে নবারুণ -এর বন্ধুদের জন্য একটি বিশেষ সংখ্যার আয়োজন করেছি। এ সংখ্যায় রবীন্দ্রনাথের লেখা- ছোটদের জন্য ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ, নাটক এবং কিছু গানকে সংকলিত করে উপস্থাপন করেছি। যা তোমরা সংগ্রহে রাখতে পারবে।সত্যি তাই। এই সংখ্যাটির আকর্ষণীয় সূচীপত্র সংক্ষেপে নিম্নরূপ:
- সম্পাদকীয়
- শিশু-কিশোরদের জন্য রবীন্দ্রনাথের লেখা- শফিউল আলম
- ছোটদের রবীন্দ্র জিজ্ঞাসা - আনোয়ার হাসান বাবু
- রবীন্দ্রনাথ তাঁর প্রথম মুদ্রিত কবিতা, সহজ পাঠ আর 'বালক' পত্রিকা- পূর্ণানন্দ চট্টোপাধ্যায়
- রবীন্দ্রনাথের ছড়া ও কবিতা
- রবীন্দ্রনাথের শিশু-কিশোর গান
- ছোটদের জন্য রবীন্দ্রনাথের গল্প
- রবীন্দ্রনাথের শিশু-কিশোর নাটক
1 টি মন্তব্য:
onek din por nabarun potrikata dheklam,
eta kothatheke pawa jabe abong er bortoman dam kot, janale khusi hobo.
একটি মন্তব্য পোস্ট করুন