বইমেলা শব্দটি শুনলেই মনের ভিতর কেমন একটা শিহরণ বয়ে যায়। নতুন বইয়ের গন্ধ, স্বাদ পাওয়ার জন্য মন উৎসুক হয়ে উঠে।
আধুনিক ইন্টারনেটের যুগে বইমেলা এখন অনলাইনেও হচ্ছে। আজ ৪ জুলাই তারিখ থেকে ১ মাসব্যাপী বইমেলা চলবে। সবকটা বই এই একমাসের জন্য ফ্রি ডাউনলোড করা যাবে। প্রকাশ্য বা লুকানো কোনরকম মূল্য দিতে হবে না। বছরের অন্যান্য সারা সময়ে অবশ্য প্রজেক্ট গুটেনবার্গ সহ আরও অন্যান্য কিছু কিছু ই বই প্রকাশক ফ্রি বই ডাউনলোড করার সুযোগ দেয়। কিন্তু এই মেলাতে বিশেষ কিছু বই রয়েছে যেগুলো বছরের অন্যান্য সময়ে ফ্রি পাওয়া যায় না।
আজকে শুরু হওয়া বইমেলায় বিভিন্ন রকম বিষয়বৈচিত্র সহ কিছু বিশেষ ধরণের বই পাওয়া যাচ্ছে।
- ১০০টা আলাদা ভাষার বই।
- মোবাইল ফোনের উপযোগী বই।
- এডব রিডারের জন্য বিশেষভাবে ডিজাইন করা।
- সাধারণ টেক্সট ফাইল (*.txt) ফরমেট।
- কিছু বই আছে যেগুলো কম্পিউটারের পড়ার উপযোগী করে তৈরি।
- ১৬০,০০০টি নতুন বাণিজ্যিক সংস্করের বই।
- এছাড়াও রয়েছে অডিও বই, ভিডিও বই ইত্যাদি।
জুলাই ০১, ২০০৮ তারিখে বইমেলার প্রস্তুতি বিষয়ক পরিসংখ্যানটি ছিল নিম্নরকম:-
- প্রোজেক্ট গুটেনবার্গ দিয়েছে ১,০০,০০০টি বই।
- ওয়ার্ল্ড পাবলিক লাইব্রেরি দিয়েছে ৫০০,০০০টি বই।
- ইন্টারনেট আর্কাইভ দিয়েছে ৪৫০,০০০টি বই।
- ই বুকস্ এবাউট এভরিথিং দিয়েছে ১৬০,০০০টি বই।
- মোট বই ১,২১০,০০০টি।
বইমেলার এড্রেস হল http://worldebookfair.org
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন