শুক্রবার, ৪ জুলাই, ২০০৮

অনলাইনে বইমেলা


বইমেলা শব্দটি শুনলেই মনের ভিতর কেমন একটা শিহরণ বয়ে যায়। নতুন বইয়ের গন্ধ, স্বাদ পাওয়ার জন্য মন উৎসুক হয়ে উঠে।

আধুনিক ইন্টারনেটের যুগে বইমেলা এখন অনলাইনেও হচ্ছে। আজ ৪ জুলাই তারিখ থেকে ১ মাসব্যাপী বইমেলা চলবে। সবকটা বই এই একমাসের জন্য ফ্রি ডাউনলোড করা যাবে। প্রকাশ্য বা লুকানো কোনরকম মূল্য দিতে হবে না। বছরের অন্যান্য সারা সময়ে অবশ্য প্রজেক্ট গুটেনবার্গ সহ আরও অন্যান্য কিছু কিছু ই বই প্রকাশক ফ্রি বই ডাউনলোড করার সুযোগ দেয়। কিন্তু এই মেলাতে বিশেষ কিছু বই রয়েছে যেগুলো বছরের অন্যান্য সময়ে ফ্রি পাওয়া যায় না।

আজকে শুরু হওয়া বইমেলায় বিভিন্ন রকম বিষয়বৈচিত্র সহ কিছু বিশেষ ধরণের বই পাওয়া যাচ্ছে।
  • ১০০টা আলাদা ভাষার বই।
  • মোবাইল ফোনের উপযোগী বই।
  • এডব রিডারের জন্য বিশেষভাবে ডিজাইন করা।
  • সাধারণ টেক্সট ফাইল (*.txt) ফরমেট।
  • কিছু বই আছে যেগুলো কম্পিউটারের পড়ার উপযোগী করে তৈরি।
  • ১৬০,০০০টি নতুন বাণিজ্যিক সংস্করের বই।
  • এছাড়াও রয়েছে অডিও বই, ভিডিও বই ইত্যাদি।
অনলাইনের এই বইমেলার নাম ওয়ার্ল্ড ইবুক ফেয়ার (World EBook Fair) বা বিশ্ব ইবই মেলা। দুই বৎসর আগে ২০০৬ সালে এই বইমেলা প্রথম শুরু হয়। তখন ১/৩ মিলিয়ন বই নিয়ে এর যাত্রা শুরু হয়। ২০০৭ এ ছিল ২/৩ মিলিয়ন বই। আর এবারে রয়েছে ১ মিলিয়নের চাইতে বেশি বই। বিশ্বের বিভিন্ন দেশের ১০০টারও বেশি ই বইয়ের লাইব্রেরিই বুক প্রকাশকদের পূর্ণ সহযোগিতা নিয়ে অনলাইনের এই বইমেলা শুরু হয়েছে।

জুলাই ০১, ২০০৮ তারিখে বইমেলার প্রস্তুতি বিষয়ক পরিসংখ্যানটি ছিল নিম্নরকম:-
  • প্রোজেক্ট গুটেনবার্গ দিয়েছে ১,০০,০০০টি বই।
  • ওয়ার্ল্ড পাবলিক লাইব্রেরি দিয়েছে ৫০০,০০০টি বই।
  • ইন্টারনেট আর্কাইভ দিয়েছে ৪৫০,০০০টি বই।
  • ই বুকস্‌ এবাউট এভরিথিং দিয়েছে ১৬০,০০০টি বই।
  • মোট বই ১,২১০,০০০টি।
আজ বেশ কিছুক্ষণ এই মেলাতে ভ্রমণ করলাম। কয়েকটা ভাল ভাল বই ডাউনলোড করলাম। প্রজেক্ট গুটেনবার্গ থেকে আগেই আমি এরিস্টটল, কনফুসিয়াস, সেক্সপীয়র রচনাসমগ্র, জুল ভার্ণ রচনাসমগ্র, মিলটন সহ দর্শন ও বিজ্ঞানের বেশ কিছু বই ডাউনলোড করেছি। আমি ভাল পাঠক নই। তাই ভাল বইয়ের নাম, ভাল লেখকের নাম খুব একটা জানিনা। তাই হয়ত মেলার বইগুলোর মূল্য বুঝতে পারছি না। কিন্তু তারপরও বইমেলা বলে কথা। মেলায় ঘুরে বেড়ালেও কত বইয়ের নাম জানা হয়ে যায়। জ্ঞানের সাগরের সৈকত দিয়ে হেঁটে বেড়াচ্ছি, সেটাই বা কম কিসে? গ্রন্থানুরাগীরা একবার ঢুঁ মেরে দেখে আসতে পারেন।

বইমেলার এড্রেস হল http://worldebookfair.org

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

 

About Me

আমার ফটো
শিক্ষাজীবী। গ্রন্থপাঠ এবং ভ্রমণ আমার প্রিয় বিষয়।

শিশুদের বইয়ের ওয়েব সাইট

বইয়ের খোঁজ

আর্কাইভ