বৃহস্পতিবার, ১২ জুন, ২০০৮

সূর্যবাদ

আতোয়ার রহমান রচিত সূর্যবাদ বইটি বেশ তথ্যবহুল। সৌরজগতের প্রাণ হল সূর্য। সূর্যকে ঘিরেই জীবনের যত উৎসাহ ও আয়োজন। এই পৃথিবী, মঙ্গলগ্রহ, বৃহস্পতিগ্রহ ইত্যাদি গ্রহ সূর্যের অমোঘ বাধনে আটকা পড়ে গেছে। সূর্যের আলোর স্পর্শেই শুরু হয় দিন, আবার সূর্যের পরিভ্রমণের কারণে নেমে আসে রাত। মানুষের ইতিহাসে সূর্যের এক বিশেষ ভূমিকা আছে। শুধু মানুষ নয়, পৃথিবীতে প্রাণের সূচনা ও বিকাশে সূর্যের রয়েছে প্রধান সক্রিয়তা। সূর্যের যাবতীয় কার্যক্রম বিজ্ঞানের দ্বারা ব্যাখ্যাত হলেও বিজ্ঞানপূর্ব যুগ থেকে সূর্য ছিল মানুষের আগ্রহের অন্যতম বিষয়। সূর্য কি? সূর্য কেন উদিত হয় বা কেন অস্ত যায়, সন্ধ্যা হলে কোথায় ডুব দেয় ইত্যাদি বিবিধ বিষয়ে মানুষ অনেক আগে থেকেই আগ্রহী ছিল। বিশেষত: মানুষ শিকারী জীবন ত্যাগ করে যখন কৃষিজীবি জীবন যাপন শুরু করল, তখন থেকে সূর্য সম্পর্কে মানুষের আগ্রহ ও উৎসাহের শুরু হল। উদ্ভিদ খাদ্য তৈরি করে একমাত্র সূর্যের আলোয়। তাই সূর্যের উপর নির্ভর করে কৃষিজীবি সভ্যতার খাদ্যের যোগান। সেজন্য বিশ্বের সভ্যতাগুলো এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সূর্য সম্পর্কে নানারকম মতবাদ ও মনোভঙ্গীর সৃষ্টি হয়েছে। ভারতীয় সভ্যতা, চৈনিক সভ্যতা, মিশরীয় সভ্যতা, গ্রীক সভ্যতা, আজটেক-ইনকা সভ্যতা ইত্যাদি সভ্যতায় সূর্যের ভূমিকা ও চলমানতা নিয়ে নানারকম বক্তব্য আছে। বস্তুত সূর্য সম্পর্কে মানুষ এত বেশি আগ্রহী যে সূর্যকে ঘিরে স্বতন্ত্র ধর্মাচরণের সৃষ্টি হয়ে গেছে।


এই সব নানারকম ও নানামুখী ধর্ম ও দর্শন নিয়ে আতোয়ার রহমানের বইয়ের যত আয়োজন। তাঁর গ্রন্থের সূচীপত্র সংক্ষেপে নিম্নরূপ:-

১. প্রণতোহস্মি দিবাকরম- বিভিন্ন স্থানে সূর্যদেবতার আবির্ভাব, জীবন-জীবিকার নিয়ন্ত্রক; সূর্যদেবতার প্রথম দেশ: মানুষ ও সূর্যদেবতা

২. ইউরোপে সূর্যপূজো- অ্যাপোলো; পশুপালক সমাজ ও সূর্যদেবতা; অ্যাপোলোর রোমযাত্রা; হেলিয়োস; সূর্যের রথ: স্ক্যান্ডিনেভিয়ার সূর্যপুজো; স্টোনহেঞ্জ, যুক্তরাজ্য

৩. উত্তর আমেরিকা: নরভুক সূর্যদেব- টেয়োটিওয়াকান সূর্যদেব; আজটেক সূর্যপুজো; আজটেক পুরাণে সূর্য; টেজকাটলিপোকা; সূর্যদেব টোনাটিয়ু; নরবলি; বিভিন্ন সংস্কৃতির সংঘাত-সংমিশ্রণ

৪. মধ্য আমেরিকার ইন্টিপুজো- মায়া-সমাজে সূর্য; ইঙ্কা সূর্যদেব ইন্টি; ব্যক্তিগত জীবনে ইন্টি

৫. রাজধর্ম সূর্যবাদ: মিশর-মিশরের বিভিন্ন সূর্যদেব; রা-র জাতীয়তা; রা-র প্রথম প্রতিদ্বন্দ্বী; আমন পুরাণ; আমনের বিদেশ জয়; আটেনের আবির্ভাব: পৃথিবীর প্রথম একেশ্বরবাদ; রাজপ্রাসাদের সূর্যদেব; বাজমুণ্ড রহস্য; টোটেমসংহতি; গুবরেধারী সূর্যদেব খেপরি; হেলিয়োপলিসে রা; থীবিসে রা; সিরিয়ায় রা; সূর্যদেবতার প্রাধান্য; মিশরীয় সংস্কৃতিতে সূর্যবাদ; রাজধর্ম সূর্যবাদ; মিশরীয় সূর্যবাদ ও গ্রিস

৬. এশিয়ার নানা সূর্য- সুমেরীয় দেবলোক; মারদুকের আদিকথা; মারদুকপুরাণ; ব্যবিলনীয় সূর্যদেব; ব্যাবিলনে মহামিনার ও মারদুক; আসিরীয় সূর্যবাদ; সিরিয়া ও মধ্য-এশিয়ায় সূর্যপুজো; সূর্যপুজক ইরান; পাকিস্তানে সূর্যবাদ; ভারতের সূর্যকথা; ভবিষ্যপুরাণের সাক্ষ্য; ভারতে সূর্যবাদ আমদানি; ভারতীয় দেবলোকে সূর্যের অবস্থান; মনুর শাসন; ঋগ্বেদের সূর্যদেব; সূর্যদেবতা মিত্র; পূষা; আদিত্যগণ; ব্রহ্মাণ্ডপুরাণে আদিত্য; রথারোহী সূর্যদেব; সূর্যের বিশ্ব পরিভ্রমণ; ভারতীয় সূর্যদেবের মূর্তি; ব্যক্তিগত জীবনে ভারতীয় সূর্যদেব; ভারতে সূর্যমন্দির; রাজকূলে সূর্যদেব; বহুবিচিত্র সূর্যদেব; দৃশ্যমান সূর্যের ফুজো; বিভিন্ন সূর্যব্রত; নেপাল: সূর্যবাদী স্থাপত্য; বাংলাদেশে সূর্যপুজো; বাংলাদেশের বিভিন্ন সূর্যব্রত; অগ্নিভয় নিবারণের ব্রত; সন্তানকামনার ব্রত; ঘর-বর ও সুখ-সমৃদ্ধি কামনার ব্রত; উপজাতীয় সূর্যপুরো; একটি অর্বাচীন সূর্যবাদ; ঈমানউদ্দিন ক্বারী; 'আদি মুসাই মুসলমানি শরিয়ত'; ঈমানী সূর্যবাদে জীবনাচরণ; উপাসনাবিধি; মরণচাঁদ মুনশী; ভক্তিমূলক গান; ভক্তিগীতির নমুনা; ঈমান-তরিকার গুরুত্ব বিচার; থাইল্যান্ডে সূর্যদেব; সিলমোহরে সূর্যপ্রতীক; ইন্দোনেশিয়ার সূর্যপুজো; মহাচীনে সূর্যবাদ; বহুবিচিত্র সূর্যধারণা; ব্যতিক্রমি সূর্যদেব; দাদু সূর্যদেব; ই-র বাণক্ষেপ; শ্রমিকের সংকল্প; নয় সূর্যের কাহিনী; সূর্যোদয়ের দেশে; সূর্যদেবী আমাতেরাসা; সামোয়ার নরভুক

৭. ছদ্মবেশী সূর্যবাদ- অক্ষয়কুমারের মত; মিত্রবাদ; মিত্রবাদীর সাধনা; রোমে মিত্রবাদ; জরথুস্ত্রবাদ; স্রায়োশাপুরাণ

৮. অভিজাত ধর্মে অনুপ্রবেশ- বৌদ্ধ ধর্মে সূর্যবাদ; খ্রিস্টধর্মে সূর্যবাদের প্রভাব

৯. সূর্যবাদের দান-অপদান- কৃষি ও জ্যোতির্বিজ্ঞানে সূর্যবাদ; স্থাপত্যে সূর্যবাদ; ভাস্কর্যে সূর্যবাদ; অন্যান্য শিল্পে প্রভাব; শান্তিবাদী একেশ্বর; সূর্যবাদ ও যুদ্ধ; সূর্যদেবের উদ্দেশ্যে নরবলি; সূর্যবাদ ও শ্রেণীবৈষম্য; সূর্যবাদ ও শোষণ; মোহন্তদের কুকীর্তি; মোহন্ত ফেরাও; সূর্যদেবের নারীভোগ

১০. একালের সূর্যবাদ- বাংলা সাহিত্যে নতুন সূর্যবাদ; আশার প্রতীক

1 টি মন্তব্য:

সাইফুল ইসলাম বলেছেন...

বইটি আসলেই বেশ চমৎকার। বাংলা একাডেমী থেকে প্রকাশিত হয়েছিল মনে হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

 

About Me

আমার ফটো
শিক্ষাজীবী। গ্রন্থপাঠ এবং ভ্রমণ আমার প্রিয় বিষয়।

শিশুদের বইয়ের ওয়েব সাইট

বইয়ের খোঁজ

আর্কাইভ