মিশরে তামিল ব্রাহ্মী লিপির সন্ধান লাভ
হরেকৃষ্ণ সমাচার নিউজ হিসেবে মে ২০০৮ সংখ্যায় এই খবরটি প্রকাশিত হয়েছে।
মিশরে সম্প্রতি এক খননকার্য চলার সময় খ্রিস্টপূর্ব ১ম শতকের তৈরি একটি পাত্রে ভগ্নাবশেষ আবিষ্কৃত হয় যাতে প্রাচীন তামিল ব্রাহ্মী লিপি উৎকীর্ণ ছিল। লন্ডনে অবস্থিত ব্রিটিশ মিউজিয়ামের মৃৎপাত্র বিশেষজ্ঞ ড: রবার্তো টম্বার এর মতে এই পাত্রটি নির্মিত হয়েছিল ভারতে। তামিল লিপি বিশেষজ্ঞ ইরাবতম মহাদেবন- এর মতে পাত্রটির গায়ে উৎকীর্ণ লিপিটি খ্রিস্টপূর্ব প্রথম শতকের প্রাচীন তামিল ব্রাহ্মী লিপি। প্রায় ৩০ বছর পূর্বে এই স্থানে পরিচালিত খনন কার্যে এরূপ আরও দুটি নিদর্শনের সন্ধান পাওয়া গিয়েছিল। উপরন্তু ১৯৯৫ সালে মিশরের লোহিত সাগরের তীরবর্তী রোমান উপনিবেশ বেরেনিক শহরেও এরূপ নিদর্শনের সন্ধান পাওয়া গিয়েছিল। এই সমস্ত আবিষ্কার, এটিই প্রমাণ করে যে হাজার হাজার বছর আগে থেকেই ভারতীয় সংস্কৃতির সাথে রোমান ঐতিহ্যের বিনিময় ঘটেছিল।
খবরটি আকর্ষণীয় ও ইতিহাস পাঠে নতুন করে উৎসাহী করে তোলে। প্রাচীন ভারতের সাথে বহির্বিশ্বের বিভিন্নভাবে যোগাযোগ ছিল এটা নতুন কোন তথ্য নয়। প্রত্নতাত্ত্বিক বা ইতিহাস সচেতন পাঠকমাত্রই একথা জানেন। আমার জানামতে এর আগে ইটালীর হারকিউলিয়াম ও পম্পেই নগরীতে প্রাপ্ত বিভিন্ন লাশ পরীক্ষা করে দেখা গেছে কারও কারও হাতে ভারতীয় দেবদেবীর প্রতিমা ছিল। বিশেষত পরিচিত একটি প্রতিমা হল লক্ষ্মী। একজন নারী যিনি ভিসুভিয়াসের ছাই ও লাভার নিচে চাপা পরে মারা গেছেন তার হাতে বুকে ধরা অবস্থায় একটি লক্ষ্মীর মূর্তি ছিল। তিনি লক্ষ্মীপূজা করতেন কি না তা নির্দিষ্ট করে জানা যায় নি। তবে ঐ লক্ষ্মীমূর্তিটি যে তার কাছে মূল্যবান ছিল এতে কোন সন্দেহ নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন