শনিবার, ১৯ এপ্রিল, ২০০৮

শিক্ষক ও শিক্ষকতা। ৩য় পর্ব

একজন শিক্ষক বদলে দিতে পারেন শিক্ষার্থীর জীবন শিরোনামে বেশ কয়েকজন শিক্ষকের আলোচনা। আজ রয়েছে ড. মুহাম্মদ সামাদ এর বক্তব্য।

ড. মুহাম্মদ সামাদ

কবি ও শিক্ষাবিদ। অধ্যাপক, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়

শিশুকাল থেকে কোমলমতি শিক্ষার্থীদের জীবন গড়ার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ। শিক্ষার্থীদের চিন্তাশক্তির বিকাশ, মেধা ও মননকে সমাজের কল্যাণে কাজে লাগানো ও তাদেরকে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। আমি যখন ছাত্র ছিলাম, আমার শিক্ষকরা বড় হওয়ার যে স্বপ্ন দেখিয়েছিলেন, সেজন্যই আমি বর্তমান অবস্থানে আসতে পেরেছি। তাঁরা সততা, নিষ্ঠা ও আন্তরিকতা দিয়ে আমাদের যত্ন নিতেন। কোনো পড়া না বুঝতে পারলে বাড়িতে গিযে বুঝে আসতেন এবং এর জন্য কোন অর্থকড়ি তো নিতেনই নাম, উপরন্তু আমাদের আদর-আপ্যায়ন করতেন।

জ্ঞান অর্জনের জন্য তাঁরা আমাদের পাট্য বইয়ের বাইরেও বিভিন্ন বই পড়তে উৎসাহিত করতেন। বিখ্যাত ব্যক্তি, কবি, লেখক, বিজ্ঞানী ও দার্শনিকদের লেখা ও জীবনী পড়তে উৎসাহিত করতেন। এর ভেতর দিয়ে তাঁরা বড় মানুষ হওয়ার একটা স্বপ্ন তৈরি করে দিতেন।

একজন শিক্ষক শ্রেণীকক্ষে যাওয়ার আগে নিজে কতটা প্রস্তুতি নেন, কতটা যত্ন ও আন্তরিকতার সঙ্গে পড়ান ও কতটা সময়মতো ক্লাসে আসেন, এ বিষয়গুলো শিক্ষকদের কাছ থেকে শিক্ষার্থীরা শিখে থাকে এবং তা পরবর্তী সময়ে অনুসরণ করে। একজন শিক্ষক শুধু তাঁর পাঠ্যবিষয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রাসঙ্গিক বিষয়ে আরও বেশি বই, পত্রপত্রিকা পাঠে উৎসাহিত করলে তাদের মেধাকে আরও শাণিত ও সমৃদ্ধ করবে। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে শিক্ষকরাই মুখ্য। তাই শিক্ষকের জ্ঞান, সততা, নিষ্ঠা, মানবিকতা, ভবিষ্যৎ স্বপ্ন দেখানোর ক্ষমতা প্রভৃতি ছাত্রছাত্রীদের ব্যাপকভাবে আলোড়িত ও প্রভাবিত করে। কাজেই শিক্ষকের নৈতিক অবস্থঅন ও সামাজিক ভূমিকা ছাত্রছাত্রীদের জীবন গড়ার ক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণ। পুরোনো জ্ঞানের যাচাই ও নতুন নতুন জ্ঞান তৈরির জন্য শিক্ষক নিজে যেমন গবেষণার সঙ্গে যুক্ত হবেন, তেমনি শিক্ষার্থীদের সজীব মেধাকে কাজে লাগিয়ে সমাজ বিনির্মাণে ও অগ্রগতির ধারাকে এগিয়ে নিতে সহায়তা করবেন। যেসব শিক্ষকরা ক্লাসে আসেন না, অথচ অধিক অর্থোপার্জনের জন্য বাইরে ক্লাস নেন বা অন্য কাজে ব্যস্ত থাকেন, তাঁদের অন্য পেশায় যুক্ত হওয়াই ভালো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

 

About Me

আমার ফটো
শিক্ষাজীবী। গ্রন্থপাঠ এবং ভ্রমণ আমার প্রিয় বিষয়।

শিশুদের বইয়ের ওয়েব সাইট

বইয়ের খোঁজ

আর্কাইভ