রবিবার, ৬ এপ্রিল, ২০০৮

শিক্ষক সম্পর্কিত

আনিসুর রহমানের 'পথ থেকে পাওয়া' নামে একটি রচনা এই কয়দিন খুঁজছিলাম। প্রকাশিত হয়েছে চলতিপত্র পত্রিকায় ১৯৯৭ সালের ০৩ মার্চ তারিখে। সেখানে শিক্ষক সম্পর্কে তার একটি অভিজ্ঞতার কথা তিনি আবেগ মিশিয়ে বলেছেন।

শিক্ষক সবাই একসমান নন। কেউ কেউ ভীষণ প্রেরণাদায়ী। কেউ ওরকম নন। টেক্সস্টবুকের মতো পড়িয়ে যাচ্ছেন। দুজন শিক্ষক আমাকে দারুণ আকৃষ্ট করে। একজনের নাম হচ্ছে Gerchencorn রাশান - আমার যতদূর মনে পড়ে। ইতিহাসের শিক্ষক তিনি। কিন্তু ভয়ানক আনন্দময় ছিল তার লেকচার। আরো যেটা আমাকে ইমপ্রেস করেছিল সেটা হলো ছাত্রদের প্রশ্ন শোনার আকুলতা। তিনি কোনো লেকচার দেবেন না- ছাত্রদের বলবেন তোমরা প্রশ্ন করো। প্রশ্ন শুনতে তিনি বড়ই আগ্রহী ছিলেন। পপুলার টিচার্ খুব বড়ো ক্লাশ। অনেক পেছন থেকে কেউ প্রশ্ন করলে হয়তো তিনি শুনতে পেলেন না তখন তিনি স্টেজ থেকে নেমে এসে একবারে কাছে গিয়ে মাথা ঝুকিয়ে প্রশ্নটা জেনে নিতেন। এরকম শিক্ষক আমি আগে দেখিনি। আমি তাতে মুগ্ধ হয়েছি। আরেকজন ছিলেন Liontiev, তিনিও রাশান। তিনি মাইক্রো ইকোনোমিক থিওরি পড়াতেন। প্রথম দিন ক্লাশে এসেই দু'হাত প্রসারিত করে বললেন, জেন্টলম্যান, চিন্তা করো, তোমার মনে যদি ভয় হয় বোকার মতো প্রশ্ন আমি করতে চাই না, কিন্তু তুমি জানো না এ প্রশ্নের মধ্যে কি গভীরতা থাকতে পারে। তুমি যদি প্রশ্নটা না করো তাহলে তুমি অর্থনীতি বিজ্ঞানের অগ্রগতির পথে অন্তরায়। হয়তো এই প্রশ্নের উত্তরে অর্থনীতি বিজ্ঞানটা এগিয়ে যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

 

About Me

আমার ফটো
শিক্ষাজীবী। গ্রন্থপাঠ এবং ভ্রমণ আমার প্রিয় বিষয়।

শিশুদের বইয়ের ওয়েব সাইট

বইয়ের খোঁজ

আর্কাইভ