মঙ্গলবার, ১১ মার্চ, ২০০৮

মহাজন কথা

* মানুষের যতো বিকৃতি, যতো পাপবোধ, তার মূলে রয়েছে বিজ্ঞান ও আধুনিক শিল্প-কলাজাত মনোবৈকল্য। জন্মসূত্রে মানুষ ছিল সরল, নিষ্পাপ, কিন্তু যতই তার জ্ঞান বাড়ে, ততোই সে পেঁচালো হয়ে ওঠে। শিল্প তাকে করে বিলাসী, বিজ্ঞান তার সহজাত বিবেকবোধকে দুর্বল করে দেয় এবং সাহিত্য তাকে শেখায় সোজা কথা ঘোরালো করে বলতে। শিক্ষার প্রতম বলি সারল্য, আর সভ্যতার কাজ হলো মানুষের প্রয়োজনবোধ বাড়িয়ে তার স্বল্পের তৃপ্তিকে নষ্ট করে দেয়া। তাই, আদিম মানুষই স্বাধীন মানুষ, সংস্কৃতির মধ্যে মানুষের স্বাধীনতার বিকাশ নয়, বিনাশ ঘটে।

-- জ্যা জ্যাঁক রুশো।

* মানবজাতির বিরুদ্ধে আপনার লেখাটি পেয়েছি, সেজন্য ধন্যবাদ। আমাদের বোকা বানাবার নিমিত্তে এতো চাতুর্যের প্রয়োগ ইতিপূর্বে আর কখনো ঘটেনি। আপনার লেখা পড়ে চারপায়ে হামাগুড়ি দিতে ইচ্ছা হয়। কিন্তু ষাট বছরের অধিক হয় হামাগুড়ি দেয়ার অভ্যাস ছেড়েছি। সুতরাং দু:খের সাথে বলতে হচ্ছে, সে অভ্যাসে ফিরে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। (রুশোর প্রবন্ধ পড়ার পর মন্তব্য)- ভলটেয়ার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

 

About Me

আমার ফটো
শিক্ষাজীবী। গ্রন্থপাঠ এবং ভ্রমণ আমার প্রিয় বিষয়।

শিশুদের বইয়ের ওয়েব সাইট

বইয়ের খোঁজ

আর্কাইভ