* কাজরী:- এক ধরণের গান। এই গান সাধারণত বর্ষার গান বলেই লোকে জানে। এটা বর্ষা ঋতুর গান এবং বিরহ বর্ণনারও। ভারতের উত্তর প্রদেশের গান এটা, লোকসংগীত। কেউ 'কাজরী' বলে আবার কেউ বলে 'কজলী'। রাধাকৃষ্ণের লীলাখেলার পটভূমি নিয়ে রচিত এই গানগুলি শৃঙ্গার রসে ভরা। উত্তর প্রদেশের মীর্জাপুর আর বানারস এলাহাবাদ অঞ্চলে এই গান বেশী গাওয়া হয়।
কাজরী একা গাওয়ার গান নয়। প্রধান গায়ক বা গায়িকার সঙ্গে কয়েকজন মিলে এই গান গাওয়া হয়। তবে দুজনেও গাওয়া যয়। 'কাজরী' বা 'কজলী' আধ্যাত্মিক দেবীও বটে। ভাদ্র মাসের তৃতীয়পক্ষের তৃতীয়া রাতে মেয়েরা নতুন শাড়ী পরে অলংকারে সেজে সারারাত কাজরী গান গেয়ে কাজরী দেবীর পূজা করে। হিন্দু-মুসলমান সকলে এক সঙ্গে বসে এই গান শোনে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন