ফুল বা ফল যেমন গাছের শিকড় মাটির নীচে না থাকিলে জন্মিতে পারেনা, তেমনই ভালবাসার শিকড়ও জৈবধর্মে পোঁতা না থাকিলে ভালবাসা জন্মেনা। কিন্তু ফুল বা ফল দেখিয়া কেহই যেমন মাটি বা শিকড় দেখিলাম মনে করেনা, তেমনই প্রেমের অনুভূতির সময়ে যে জৈবধর্ম কাম উহাকে মনে করেনা।
--- নীরদ চন্দ্র চৌধুরী
বস্তু মনের বিকাশ নয়, বরং মনই বস্তুর চরম বিকাশ। ওপর থেকে নিচে নামা কঠিন নয়, নিচে থেকে ওপরে ওঠাই শক্ত। - কার্ল মার্কস
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন