বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১০

যদি সবাই ই-বই পড়তে শুরু করি তাহলে?

কাগজের তৈরি টেবিলআমরা সবাই যদি প্রচলিত কাগজে প্রিন্ট করা বই পড়া ছেড়ে দিয়ে ইলেকট্রনিক ফরমেটে ই-বই (পিডিএফ ইত্যাদি) পড়া শুরু করি, তাহলে কি হবে? কাগজে প্রিন্ট করা কোটি কোটি বইগুলোর কি গতি হবে? এই লিংকে একটা ছবি দেখলাম। দেখা গেল কাগজের বইগুলো দিয়ে একজন ব্যক্তি টেবিল তৈরি করেছেন। আর সেই টেবিলের উপরে ল্যাপটপ রেখে ই-বুক পড়ছেন। সত্যি সত্যি এমন অবস্থা হবে নাকি? মনে হয় না। নাকি, হলেও হতে পারে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

 

About Me

আমার ফটো
শিক্ষাজীবী। গ্রন্থপাঠ এবং ভ্রমণ আমার প্রিয় বিষয়।

শিশুদের বইয়ের ওয়েব সাইট

বইয়ের খোঁজ

আর্কাইভ