
Project Gutenberg (http://www.gutenberg.org) এর প্রতিষ্ঠাতা Michael S. Hart মেইলে জানিয়েছেন যে,আর হ্যাঁ, এবার পালিত হচ্ছে ই বই উদ্ভাবনের ৪০ তম বার্ষিকী। উল্লেখ্য যে, মূল সাইটে কোন বই রাখা হয়নি। যে সব ই বই প্রকাশক মেলায় অংশগ্রহণ করেছেন, তাদের সাইটের লিংক দিয়ে সাজানো 'কালেকশন' বোতামটি চাপলে সবাইকে একসাথে পাওয়া যাবে। এক জায়গা থেকে কোন পছন্দের বই খোঁজা যাবে, কিংবা তাদের সাইটে গিয়েও বই সংগ্রহ করা যাবে। গল্প, উপন্যাস, কবিতা, গবেষণাপত্র, রিপোর্ট নানারকমের বই সংগ্রহে আগ্রহীরা অনলাইন ই-বই মেলাতে একবারের জন্য হলেও ঢু মারবে সেই প্রত্যাশা করি। সেই সাথে অপেক্ষা করছি একটি জমজমাট বাংলা ই বই মেলার।
এবারে ৩.৭ মিলিয়ন বই নিয়ে মেলাটি শুরু হয়েছে। গত এক বছরে প্রায় ১ মিলিয়ন ই বই মেলার জন্য তৈরি করা হয়েছে। মেলা চলবে ৪ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত।
ই বই মেলার ঠিকানা http://www.worldebookfair.org/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন