বুধবার, ২৩ এপ্রিল, ২০০৮

মহাবিশ্বে প্রাণ ও বুদ্ধিমত্তার খোঁজে

মহাবিশ্বে প্রাণ ও বুদ্ধিমত্তার খোঁজে

অভিজিৎ রায়
ফরিদ আহমেদ

মহাবিশ্বে প্রাণ নিয়ে আগ্রহ মানুষের আদিকাল থেকেই কি আছে? পৃথিবীতে প্রাণ এলো কি করে। পৃথিবী ছাড়া মহাবিশ্বের অন্য কোন জায়গায় কি প্রাণের উদ্ভব হয়েছে? বুদ্ধিমান প্রাণী না হোক অন্তত প্রাথমিক স্তরের কোন প্রাণী কি কোথাও নেই? একমাত্র পৃথিবীতেই কি প্রাণের উদ্ভব হয়েছে? ইত্যাদি নানা বিবিধ প্রশ্নের উত্তর আলোচনা করা হয়েছে এই মহাবিশ্বে প্রাণ ও বুদ্ধিমত্তার খোঁজে বইতে। বইটির দ্বিতীয় ফ্লাপে যা রয়েছে তা এরকম:-

এই অনন্ত মহাবিশ্বে আমরা কি নি:সঙ্গ, নাকি প্রাণ আর বুদ্ধিমত্তার বিকাশ ঘটেছে মহাবিশ্বের অন্যত্রও? আর প্রাণ জিনিসটাই বা আসলে কী? এর উদ্ভব হয় কোথা থেকে? কীভাবে? - এ ধরনের প্রশ্ন মানুষের মনে এসেছে সেই কতকাল আগে! প্রচলিত আধ্যাত্মিক এবং বিশ্বাসনির্ভর মতবাদের বিপরীতে এ গ্রন্থে স্থান পেয়েছে সুস্থ ধারার বৈজ্ঞানিক আলোচনা। মুক্তমনার সাংগঠনিক সম্পাদক এবং জনপ্রিয় বিজ্ঞান লেখক অভিজিৎ রায় এবং ফরিদ আহমেদ বিজ্ঞানের সর্বাধুনিক তথ্যের ভিত্তিতে প্রাণের উৎপত্তির রহস্য সন্ধান করেছেন, শুধু এই পৃথিবীতে নয়, এমনকি পৃথিবীরে বাইরেও। এ দু'লেখক সম্মিলিতভাবে নয়টি অধ্যায়ের মাধ্যমে জীবনের বস্তুগত সংগঠনের রহস্যকে অত্যন্ত প্রাণবন্ত ভাষায় সাধারণ পাঠকদের জন্য তুলে ধরেছেন। এ বইয়ের মাধ্যমে পাঠকেরা যেমনিভাবে জানতে পারবেন প্রাণের উদ্ভব, বিকাশ এবং এর বিবর্তনের ইতিহাসকে, তেমনিভাবে আগ্রহী হবেন আমাদের মহাবিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা কোটি কোটি গ্রহ-নক্ষত্রের কোথাও প্রাণের বিকাশ ঘটার সম্ভাবতার ব্যাপারে; সেইসাথে তারা ঝালিয়ে নিতে পারবেন বিজ্ঞানীদের সাম্প্রতিক ধ্যান-ধারণাগুলোকে। সবমিলিয়ে এ একটি আধুনিক তথ্যসমৃদ্ধ প্রাণবন্ত এবং চমকপ্রদ বই। জীবন উপভোগের পাশাপাশি জীবনকে জানার, জীবনকে বোঝার।

পাঠ উপভোগ্য, জ্ঞান সঞ্চারী, চিন্তার উদ্রেককারী বইটির সূচীপত্রে রয়েছে:

· প্রাণের প্রাণ জাগিছে তোমারি প্রাণে

· জীবনের প্রাণ রাসায়নিক উপাদান

· জীবনের উদ্ভবের সম্ভাব্য ধারণাগুলো

· অজৈবজনি: জীবনের রাসায়নিক উৎপত্তি

· প্রাণের উৎপত্তির ধাপগুলো

· ভিনগ্রহে প্রাণ এবং বুদ্ধিমত্তার খোঁজে

· বহির্বিশ্বে জীবনের উৎপত্তির খোঁজে

· মহাবিশ্বে প্রাণ এবং বুদ্ধিমত্তার সম্ভাব্যতা

· মহাজাগতিক ঠিকানার খোঁজে

এই বইটি www.mukto-mona.com ওয়েব সাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

প্রচ্ছদ : প্রতীক ডট ডিজাইন

ISBN: 984-415-212-7

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

 

About Me

আমার ফটো
শিক্ষাজীবী। গ্রন্থপাঠ এবং ভ্রমণ আমার প্রিয় বিষয়।

শিশুদের বইয়ের ওয়েব সাইট

বইয়ের খোঁজ

আর্কাইভ